স্টাফ রিপোর্টার,মাধবপুর থেকে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ(৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ। সে চৌমুনী ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আব্দুল হাই’র ছেলে।
রোববার রাত ৯টার দিকে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা চেঙ্গার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান-আগস্টের ৪ তারিখ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মজিদ ছাত্রদের উপর হামলা, মারধোর, লুটপাট ও অগ্নিসংযোগ এর সাথে সরাসরি জড়িত ছিল। তাছাড়া বর্তমানে সরকারকে অস্থিতিশীল করার জন্য অশুভ তৎপরতা শুরু করে।
Leave a Reply