স্টাফ রিপোর্টার : শচীন্দ্র কলেজে যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় শচীন্দ্র কলেজ শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ আবু সিরাজ মো. মুনিরুল ইসলাম এর সভাপতিত্বে ও প্রভাষক সুকান্ত গোপ এর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সহকারী অধ্যাপক মো. ফিরোজ মিয়া এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রভাষক বিদুর কান্তি দাশ।এরপর
১৯৭১ সালে গনহত্যায় ও জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় দাড়িঁয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক গৌতম সরকার । পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রবীন্দ্র সমাজপতি,সহকারী অধ্যাপক মো. লতিফ হোসেন ,প্রভাষক রঞ্জু পাল,প্রভাষক প্রসূন আচার্য্য ,প্রভাষক মো. শাহ আলম ,প্রভাষক রুম্পা দাস,প্রভাষক ফাহিমা জেবু তুষা ,প্রভাষক কাঞ্চন কুমার দাশ প্রমুখ।
সভায় প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply