নিজস্ব প্রতিনিধি: আজমিরীগঞ্জে বিকাশ প্রতারণার মাধ্যমে টাকা উঠাতে গিয়ে ইমন (২২) নামে ধরাশায়ী হয়েছে এক যুবক। গতকাল বৃহস্পতিবার দুপুরে টানবাজারের নগর হোটেলের নীচতলার মেসার্স রায় টেলিকম নামে প্রতিষ্টানে এ ঘটনা ঘটে। সে জলসুখার নোয়াগড় গ্রামের বাসিন্দা বলে জানায়।
জানা যায়,
আজমিরীগঞ্জ পৌর এলাকার টানবাজারের নগর হোটেলের নীচতলার মেসার্স রায় টেলিকম নামে প্রতিষ্টানে গতকাল বৃহস্পতিবার দুপুরে জলসুখার নোয়াগড় গ্রামের বাসিন্দা ইমন (২২) নামে এক যুবক বিকাশ থেকে ৩০ হাজার টাকা উঠাতে আসে। সে কালক্ষেপণ করতে থেকে পাশাপাশি বাবলু নামে অপর এক যুবকের সহিত যোগাযোগ করতে থাকে। এ সময় চক্রটি বিকাশ প্রতারণা (হ্যাক) করার চেষ্টায় লিপ্ত থাকে। এক পর্যায়ে মেসার্স রায় টেলিকমের সত্বাধিকারী হ্যাকের বিষয়টি বুঝতে পেরে তার মোবাইলটি বন্ধ করে দেয়। এদিকে ৩০ হাজার টাকা না আসায় উভয়ের মাঝে বাক-বিতন্ডা সৃষ্টি হয়। বাক-বিতন্ডা শুনে আশপাশের লোকজন এসে জড়ো হয়। উপস্থিত লোকজনের জোর প্রচেষ্টায় বিকাশ প্রতারণার বিষয়টি স্বীকার করে ওই যুবক। পর ওই প্রতারক যুবককে কিছু উত্তম মধ্যম দেয় উপস্থিত লোকজন। খবর পেয়ে থানার এসআই উজ্বল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতারক যুবককে থানায় নিয়ে যায়। পর ভবিষ্যতে এ ধরণের কাজ করবেনা শর্তে থানায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয় ওই যুবককে।
Leave a Reply