স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের রাঙ্গাহাটি রাস্তায় এক ব্যবসায়ী ও টমটম চালককে মারপিট করে সর্বস্ব নিয়ে গেছে একদল ছিনতাইকারী। গুরুতর আহত অব¯’ায় তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতংক দেখা দিয়েছে। গতকাল সোমবার রাত ৮টায় এ ছিনতাইর ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, দৌলতপুর তাজপুর গ্রামের তাহির মিয়ার পুত্র ব্যবসায়ী রাসেল মিয়া (৩২), একই গ্রামের আহাদ মিয়ার পুত্র টমটম চালক জাহাঙ্গীর মিয়া ওই সময় রাসেল মিয়ার শশুরবাড়ি ছোট উজিরপুর থেকে টমটমযোগে ফেরার পথে ওই ¯’ানে পৌছলে পূর্ব থেকে উৎপেতে থাকা ৮/১০ জনের একদল মুখোশধারী ছিনতাইকারী তাদের ওপর হামলা চালায়। রাসেল মিয়ার সাথে থাকা নগত ১ লাখ ৫ হাজার টাকা নিয়ে যায়। টমটম চালক জাহাঙ্গীর বাধা দিলে তাকেও পিঠিয়ে আহত করে। এদের মধ্যে রাঙ্গাহাটি গ্রামের তাজুল মিয়ার পুত্র নয়ন মিয়া ও আরব আলীর পুত্র লাল মিয়াকে আহতরা চিনতে পেরেছে। গুরুতর আহত অব¯’ায় তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply