স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ওমরা পালন শেষে হবিগঞ্জ ফিরে পিতা-মাতা ও বড় বোন সহ শায়েস্তানগর কবরস্থানে সকল মুর্দা গণের কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল সোমবার বিকাল ৩টায় তিনি হবিগঞ্জ এসে পৌছেন। প্রথমেই শায়েস্তানগরে আলহাজ্ব জি কে গউছ তার পিতা-মাতা ও বড় বোন সহ সকল মুর্দা গণের কবর জিয়ারত করেন। পরে উপস্থিত হাজার হাজার দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি পায়ে হেঁটে বাসায় ফিরেন। বাসায় দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় তিনি সিক্ত হন। প্রিয় নেতাকে স্বাগত জানাতে বেলা ২টা থেকেই শায়েস্তানগর প্রধান সড়কে নেতাকর্মীরা জড়ো হন। এর আগে আলহাজ্ব জি কে গউছ গত ২ এপ্রিল দুপুরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেন।
Leave a Reply