সোমবার, ১৯ মে ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন

নবীগঞ্জে প্রশাসনের গুঁড়িয়ে দেয়া ইট ভাটায় আবারো পোড়ানো হচ্ছে ইট

নবীগঞ্জে প্রশাসনের গুঁড়িয়ে দেয়া ইট ভাটায় আবারো পোড়ানো হচ্ছে ইট

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় ২টি অবৈধ ইটভাটা জেলা প্রশাসন গুঁড়িয়ে দেয়ার কিছুদিনের মধ্যেই বিকল্প চুলা তৈরী করে ফের চালু করেছেন ইটভাটা মালিক পক্ষ। এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গুড়িয়ে দেয়ার সময় ইটভাটার চুলা ও কিছু কাচাঁ ইট ধ্বংস করা হয়েছিল। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিকল্প চুলা তৈরী করে পুণঃরায় ইট পোড়ানো শুরু করেছেন। এতে পরিবেশ অধিদপ্তরের কিছু অসাধু কর্তা ব্যক্তিদের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। সুত্রে জানাযায়, গত ১১ মার্চ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নবীগঞ্জ উপজেলার বাংলা বাজারস্থ গোল্ড ব্রিকস ও মাস্টার ব্রিকস গুঁড়িয়ে দেয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হবিগঞ্জ জেলায় মোট ১১৯টি ইটভাটার মধ্যে ৩০টির পরিবেশগত ছাড়পত্র নেই এবং ৫০টির লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে আরও আগেই। পরিবেশগত ছাড়পত্রের মেয়াদোত্তীর্ণ হওয়ায় ৩০টি ইটভাটার মধ্যে ইতিমধ্যে ২৬টি ইটভাটা বন্ধ করা হয়েছে। সম্প্রতি পরিবেশগত ছাড়পত্র মেয়াদোত্তীর্ণ হওয়া নবীগঞ্জ উপজেলার বাংলা বাজার এলাকায় অবস্থিত কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমানের মলিকানাধীন গোল্ড ব্রিকস ও বাংলাবাজার এলাকায় অবস্থিত ডাঃ মোঃ খয়রুল ইসলামের মালিকানাধীন মাস্টার ব্রিকস বন্ধে জেলা প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠায় পরিবেশ অধিদপ্তর। ১১ মার্চ দুপুরে নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় অবস্থিত গোল্ড ব্রিকস ও মাস্টার ব্রিকসে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেয় প্রশাসন। এ সময় ইটভাটার চুলা ও কাঁচা ইট ধ্বংস করা হয়। এ ঘটনার কয়েকদিন পরই মাস্টার ব্রিকস এবং প্রায় ১০ দিন আগে গোল্ড ব্রিকস বিকল্প চুলা তৈরী করে ইটভাটায় ইট তৈরী করা হচ্ছে। খবর পেয়ে একদল সংবাদ কর্মী সরজমিনে গিয়ে এর সত্যতা পান। এ ব্যাপারে গোল্ড ব্রিকসের সহকারী ম্যানেজার তৌফিক আহমেদের সাথে কথা বললে তিনি জানান, মৌখিকভাবে পরিবেশ অধিদপ্তরের জনৈক কর্মকর্তা অনুমতি দিয়েছেন। মাস্টার ব্রিকসের মালিক ডাঃ মোঃ খয়রুল ইসলামের ছোট ভাই দুলাল ইসলাম বলেন, তাদের প্রচুর কাচাঁ ইট নষ্ট হওয়ার আশংখ্যায় তারা ইট পুড়ানো শুরু করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com