বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে মহাল লুটে খাচ্ছে বালু খেকোরা। তারা দীর্ঘদিন যাবত ড্রেজার মেশিন বসিয়ে দিবারাত্রি বালু উত্তোলন করে ট্রাক্টর যুগে বিভিন্ন স্থানে লাখ লাখ টাকার বালু বিক্রি করে আসছে। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়,বাহুবল উপজেলার সবচেয়ে বড় বালুর মহাল হচ্ছে ধুলিয়াছড়া মহালটি। গত ৪ বছর পূর্বে বালুর মহালটি প্রায় এক কোটি ৮০ লাখ টাকায় ইজারা দেয় সরকার। মহালটির ইজারার মেয়াদ শেষ হলে নতুন করে ইজারা দেয়ার প্রক্রিয়া শুরু করে সরকার। গত বছর ধুলিয়াছড়া বালুর মহালটি ইজারাও দেয়া হয়। কিন্তু দুই ইজারাদারের দ্বন্দ্বের কারণে মহালটি আবারও স্থগিত করে সরকার। আর এ সুযোগে একটি শক্তিশালী সিন্ডিকেট ড্রেজার মেশিন বসিয়ে দিবারাত্রি অবৈধভাবে বালু উত্তোলন করে প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে লাখ লাখ টাকার বালু বিক্রি করে আসছে চক্রটি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়,ফয়জাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব উত্তর পাশে ড্রেজার মেশিন বসিয়ে প্রকাশ্য বালু উত্তোলন করছেন আখলুছ মিয়া ও আজাদ মিয়া নামে দুই ব্যক্তি। তার একটু পূর্ব উত্তর পাশে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বিশাল গর্ত করে অবাধে বালু উত্তোলন করছেন নাবিল মিয়া ও তার সহযোগীরা। অন্যদিকে ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক বালু উত্তোলন করছেন সাদিক মিয়া এবং তার সহযোগীরা। স্থানীয়রা আরও জানান, বালু খেকোরা প্রশাসনের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে প্রকাশ্য বালু উত্তোলন করে তা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে দীর্ঘদিন যাবত। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দীন জানান,বালু খেকোদের বিরুদ্ধে খুব শীগ্রই অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply