নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জে জেলা পরিষদ মিলনায়তনের সীমানা প্রাচীরের ভেতরের গাছ কাটার প্রতিবাদে ও কর্তিত স্থানে নতুন বৃক্ষ চারা রোপনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুদ্ধ নাগরিক সমাজ।
গতকাল রবিবার দুপুর ১টায় জেলা পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত নাগরিক আন্দোলনের সভাপতি পীযূষ চক্রবর্তী, এডভোকেট মুরলী ধর দাশ, সমাজকর্মী মোশাররফ হোসেন খান শান্ত, উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি আজমান আহমেদ, জেলা সিপিবি সদস্য রঞ্জন কুমার রায়, কাজল চক্রবর্তী, সাহিত্য ও নাট্যকর্মী সিদ্দিকী হারুন, ছাত্রনেতা ইমদাদ মোহাম্মদ প্রমুখ।
সমাবেশে উপস্থিত ছিলেন, বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সাবেক ছাত্রনেতা মাহাথির মোহাম্মদ, আনাস মোহাম্মদ, স্বর্ণা রায় প্রমুখ।
সমাবেশে বক্তাগণ বলেন, আগামী দিনে যেকোনো উন্নয়ন কর্মকান্ডে বৃক্ষ কর্তনের প্রয়োজন পড়লে জেলার সচেতন নাগরিক ও পরিবেশ কর্মীদের সঙ্গে আলোচনা করার আহ্বান জানানো হয়।
Leave a Reply