মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ শহরে রেষ্টুরেন্টে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষতি

হবিগঞ্জ শহরে রেষ্টুরেন্টে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষতি

পালিয়ে বেড়াচ্ছেন রেষ্টুরেন্টে মালিক জসিম চৌধুরী

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের কিবরিয়া ব্রিজ এলাকায় রেষ্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০ জুলাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০-৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া রেষ্টুরেন্টের পাশা থাকা গ্যারেজের ২০-৩০ টি টমটম, সিএনজি, পাশে থাকা রেষ্টুরেন্ট সহ সম্পুর্ণ গ্যারেজ পুড়ে ছাই হয়ে যায়।
জানা যায়, ওই এলাকার মৃত আব্দুস সোবহান চৌধুরীর পুত্র জসিম চৌধুরীর রেষ্টুরেন্টে থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে রেষ্টুরেন্টে এর ব্যাপক ক্ষয়ক্ষতি হয় রেষ্টুরেন্টের ভিতরে থাকা আসবাব পত্র সম্পুর্ন পুড়ে যায় এতে ক্ষতির পরিমান ১৫ থেকে ২০ লক্ষ টাকার হবে বলে জানা গেছে। এদিকে পাশে গ্যারেজেও মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনলেও গ্যারেজটি সম্পুর্ণ পুড়ে যায়। গ্যারেজ এর ভেতরে ২০-৩০ টি টমটম, সিএনজি ছিলো। সবগুলো পুড়ে যায়। প্রাথমিকভাবে দমকল বাহিনী জানিয়েছে আগুনে প্রায় ৩০ ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে রেষ্টুরেন্ট থেকে আগুন লাগার ঘটনায় গ্যারজের অসহায় দিনমজুরদের সিএনজির চালক মালিকরা জসিম চৌধুরীকে দায়ী করে তার কাছে ক্ষতিপুরণ দাবি করছেন। এমনকি তাকে তার বাড়িতে গিয়েও হুমকি ধামকি দিচ্ছেন। তাদের হুমকি ধামকির কারণে পালিয়ে বেড়াচ্ছেন জসিম চৌধুরী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com