বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের ধুলিয়া ঘাটুয়া বাজারে নাইমা ষ্টোর নামে ব্যবসা প্রতিষ্ঠান দূস্কৃতিকারীদের দেওয়া আগুনে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
প্রতিষ্ঠান মালিক উজ্জল মিয়া সহ সরেজমিন তদন্ত করে জানা যায়, যায় গত ১১ জানুয়ারি উপজেলার তাজপুর গ্রামের মোঃ আব্দুল্লাহ মিয়ার ছেলে উজ্জল মিয়া বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের ধুলিয়া ঘাটুয়া বাজারে নাইমা ষ্টোর নামে একটি ষ্টেশনারী দোকান দিয়ে ব্যবসা করেন। কিছুদিন যেতে না যেতেই ধুলিয়াঘাটুয়া গ্রামের কয়েকজন দূস্কৃতিকারী উজ্জল মিয়ার সাথে খারাপ আচরণ শুরু করে। প্রায় সময়ই তারা উজ্জল মিয়ার কাছে বিভিন্নভাবে চাঁদা দাবী করে। হটাৎ একদিন তারা কয়েক জন মিলে তার কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবী করে। উজ্জল মিয়া টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দূস্কৃতিকারীরা তার উপর চড়াও হয় এমন কি তারে আঘাত করে এবং দোকানের মালামাল লুটপাট করার চেষ্টা করে। এক পর্যায়ে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। যাবার সময় দূস্কৃতিকারীরা উজ্জল মিয়াকে হুমকি দেয় দুই লক্ষ টাকা চাঁদা না দিলে তারা থাকে খুন করে ফেলবে। গত ০৬ নভেম্বর রাত অনুমান দুইটায় উজ্জল মিয়া দোকানে ঘুমন্ত অবস্থায় থাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে দোকান ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে তার প্রায় ৫ থেকে ৬ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
গত ০৮ নভেম্বর এ বিষয়ে থানায় মামলা দিতে গেলে ওরা প্রভাবশালি হওয়াতে থানা মামলা নেয়নি। অবশেষে উজ্জল মিয়া নিরুপায় হয়ে ক্ষতিপূরনের আশায় এলাকার গন্যমান্য ব্যাক্তিদের দ্বারে দ্বারে ঘুরছেন ।
Leave a Reply