স্টাফ রিপোর্টার ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামীলীগ সরকার পতনের পর এবার চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির জয়েন্ট সেক্রেটারী সিনিয়র সাংবাদিক ফারুক মাহমুদের উপর ৮/৯ জনের একদল সন্ত্রাসী হঠাৎ অতর্কিতে হামলা চালিয়ে সাংবাদিক ফারুক মাহমুদকে গুরুতর আহত করেছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার বিকাল ৩টায় চুনারুঘাট বাল্লা রোডস্থ হাজী আলীম উল্লা মাদ্রাসার সামনে বাংলালিংক টাওয়ারে নিচে। এ সময় তিনি বাংলালিংক টাওয়ারের নিচে দাঁড়িয়ে ফোনে কথা বলার সময় ৫/৬শ গজ দূরে কিছু সংখ্যক ছাত্র যুবক জনৈক এক ব্যক্তিকে বেধড়ক মারপিট করছিল। এ সময় দুর্বৃত্তরা সাংবাদিক ফারুক মাহমুদের উপর হঠাৎ হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এক পর্যায়ে চুনারুঘাট পৌর যুবদলের জয়েন্ট সেক্রেটারি মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে তাদের বাসায় নিয়ে যান। এ সময় ফারুক মাহমুদসহ উভয়পক্ষের ৩ জন আহত হন। স্থানীয়রা আহত সাংবাদিক ফারুক মাহমুদকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। অপর আহত ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহত সাংবাদিক ফারুক মাহমুদকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদল পুলিশ দেখে আসেন। পৌর শহরে সাংবাদিক ফারুক মাহমুদের উপর এমন হামলার ঘটনায় স্থানীয় নেতাকর্মী, সচেতন মহল ও সাংবাদিকদের মাঝে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি জানান।
Leave a Reply