স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের ৯ ওয়ার্ডের সার বীজ এর নিযুক্ত ডিলার পিন্টু রায়ের অনিয়মের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অন্তত অর্ধশতাধিক কৃষক লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, রিচি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কৃষকদের সহায়তায় ডিলার নিযুক্ত হন রনি ও নয়ন ট্রেডার্স। ওই প্রতিষ্ঠানের প্রোঃ পিন্টু রায়।
নিয়ম অনুযায়ী তার প্রতিষ্ঠান ৯নং ওয়ার্ডে থাকার কথা থাকলেও, তিনি শহরের খাদ্য গোদাম রোডে দীর্ঘদিন যাবত ব্যাবসা করে আসছেন। এতে করে সাধারণ কৃষকেরা পড়েছেন চরম ভোগান্তিতে।
উচ্চ মূল্য অন্যন্য দোকান থেকে সার ও বীজ কিনতে হচ্ছে তাদের। একদিকে যেমন হয়রানির শিকার হচ্ছেন। অন্যদিকে বাড়তি টাকা নষ্ট হচ্ছে কৃষকদের।
এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে এবং পিন্টু রায়ের ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কৃষকগন।
Leave a Reply