বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে গভীর রাতে ট্রান্সফরমার চুরি করতে এসে এক চোর জনতার হাতে ধরাশায়ী হয়েছে। সোমবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার বাগান বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও অফিস সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের মির্জাটুলা গ্রামের আলফু মিয়ার ছেলে মোঃ আমিন আলী (৪০), তার দুই সহযোগী ফদ্রখলা গ্রামের মতিন মিয়ার ছেলে জামাল মিয়া ও মিজান মিয়ার ছেলে এমরান মিয়াকে নিয়ে সোমবার দিবাগত গভীর রাত ২ টার দিকে বাহুবল উপজেলার বাগান বাড়িতে ট্রান্সফরমার চুরি করতে আসে। এ সময় বিদ্যুৎ সংযোগ থাকায় আমিন আলীর দুটি হাত ও পা-জ্বলসে যায়। এমতাবস্থায় সে শোর-চিৎকার শুরু করলে তার দুই সহযোগী জামাল ও এমরান তাকে রেখেই পালিয়ে যায়। এ সময় শব্দ শুনে পাহারাদার ও স্থানীয় লোকজন এগিয়ে আসলে আমিন আলীকে আটক করতে সক্ষম হলেও তার দুই সহযোগী জামাল ও এমরান পালিয়ে যায়। এ বিষয়ে বাহুবল পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিস জানায়,আটককৃত আমিন আলীকে চিকিৎসা দেয়া হচ্ছে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply