বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলের আনারস যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে তদবীরে পার পেয়ে যাবার অভিযোগ ধরা ছোঁয়ার বাহিরে লাখাইর যুবলীগ নেতা নোমান বিদ্যুৎস্পৃষ্টে গরু মৃত্যুর ঘটনায় কৃষককে ১ লাখ টাকা সহায়তা দিল পল্লী বিদ্যুৎ পৃথক অভিযানে ১২ লাখ টাকার চোরাইপণ্যসহ ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি লাখাইয়ে পৃথক অভিযানে খুনের মামলার আসামী সহ গ্রেফতার ৩ মাচায় গ্রীষ্মকালীন নানা রঙের তরমুজ চাষে কৃষক আবারও বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জনকে পুশইন করল বিএসএফ হবিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন বাহুবলের মহাশয় বাজারে দুঃসাহসিক চুরি ॥ প্রশাসনের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের চেয়ারম্যান রানাকে সিলেটে ‘গণপিটুনি’ পুলিশে দিল জনতা
বানিয়াচংয়ে লোডশেডিং নিয়ে পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের মতবিনিময় সভা

বানিয়াচংয়ে লোডশেডিং নিয়ে পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের মতবিনিময় সভা

আব্দুল মালেক, বানিয়াচং থেকে : সারাদেশে লোডশেডিং বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছে বানিয়াচং পল্লীবিদ্যুৎ সমিতি ও উপজেলা প্রশাসন। ছাত্রসমাজ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, মসজিদের খতিব ও গণমাধ্যমকর্মীদের সাথে বিদ্যুতের চলমান অব¯’া নিয়ে ব্রিফ করেন ক্যাপ্টেন ইমন চৌধুরী ও পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আব্দুল্লাহ আল মাসুদ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ডিজিএম আব্দুল্লাহ আল মাসুদ বলেন, বর্তমানে বিদ্যুতের যে সংকট চলছে তার প্রধান কারণ হলো সন্ধ্যার পর ব্যাপকহারে বিদ্যুৎ এর চাহিদা বৃদ্ধি পাওয়া। মার্কেটে মার্কেটে লাইটিং, শীতাতপ যন্ত্র ব্যবহারসহ বিভিন্ন কারণে পিক আওয়ারে প্রচুর বিদ্যুৎ এর চাহিদার সৃষ্টি হয়। ফলে বাধ্য হয়ে লোডশেডিং দিতে হয়।
তিনি আরও বলেন, পল্লীবিদ্যুৎ নিজে বিদ্যুৎ উৎপাদন করে না। তারা শুধুমাত্র গ্রীড থেকে বিদ্যুৎ নিয়ে গ্রাহক পর্যায়ে বিতরণ করে। আরও মনে রাখতে হবে বিদ্যুৎ জমা রাখা যায় না। উপজেলায় বিদ্যুতের চাহিদা হ”েছ ১৮ মেগাওয়াট। কিš‘ আমরা পা”িছ গড়ে ১০/১২ মেগাওয়াট। আশাকরি বিদ্যুতের জাতীয় পর্যায়ে সমস্যা দূর হলে লোডশেডি অনেকটা হ্রাস পাবে।
ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বাতিলসহ ভুতুরে বিল যেন না আসে সেদিকে নজর দিতে ডিজিএমের প্রতি দাবি জানান গ্রাহকরা।
এসময় অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, মাওলানা শায়খ মখলিছুর রহমান, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান, অধ্যক্ষ মোবাশ্বির আহমদ, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা তাসলিম আলম মাহদি, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল মুকিত, মাওলানা নাসির উদ্দিন আনসারী, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, নন্দীপাড়া সাত মহল্লার ছান্দ সর্দার খোকন আহমদে ও ছাত্রনেতা শরীফ ঠাকুরসহ বিভিন্ন শেণিপেশার ব্যক্তিবর্গ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com