আজমিরীগঞ্জ প্রতিনিধি- সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আজমিরীগঞ্জ সহ বদলপুরের পাহাড়পুর, জলসুখা, শিবপাশার সবুজগঞ্জ ও কাকাইলছেও চৌধুরীবাজারে প্রায় সব ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। কয়েকটি সবজির দাম কমলেও দাম বেড়েছে বেশিরভাগ সবজির দাম।
গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কেজিতে ১০ টাকা বেড়ে টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। কেজিতে ৫ টাকা বেড়ে ঝিঙা বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। বেড়েছে পটল, শসা, চিচিঙ্গার দামও। এ সপ্তাহে কেজিতে ৫ টাকা বেড়ে পটল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়, শসা বিক্রি হচ্ছে ৭০ টাকায় লালশাক বিক্রি হচ্ছে ৮০ টাকায় আলুর দাম ৬০ টাকা অপরিবর্তিত রয়েছে। বেগুন ৮০ টাকায় আর শিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।
দাম কমেছে কাঁচা মরিচের। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা পর্যন্ত কমেছে কাঁচামরিচের দাম। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়।
হাঁসের ডিম ১৯৫ টাকায় ও ব্রয়লার মুরগিরডিম প্রতি ডজন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মাংসের দামেও অস্থিতিশীলতা রয়েছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ টাকা, লাল মুরগি প্রতি কেজি ২৪০ টাকা ও সোনালী মুরগি প্রতি কেজি ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর গরুর মাংস প্রতি কেজি ৭৫০ থেকে ৭৭০ টাকা ও খাসির মাংস প্রতি কেজি ৯৫০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, প্রতিটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামই চড়া। দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতির কারণে পরিবার নিয়ে হিমশিম খেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি তাদের।
Leave a Reply