নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ানের চুনারুঘাট উপজেলা গুইবিল সীমান্তবর্তী ১৯৬৮ নং পিলার নাম্বারের মাজার টিলায় বাংলাদেশের অভ্যন্তরে গত রাত ২.০০ ঘটিকার সময় ক্যাম্পকমান্ডার সুবেদার মুজাম্মেল হক এর নেতৃত্বে একদল বিজিবি অভিযান চালিয়ে ৩টি মহিষ ২ জন কে আটক করে। এ সময় মহিষের সাথে থাকা চোরাই লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একই এলাকার জিহান এবং অনিক নামে দুজন কে আটক করে বিজিবি। সূত্রে জানাযায় ,আটককৃত ২ জন তাদের নামে ভারত, বাংলাদেশ চোরাকারবারি তালিকা রয়েছে। মানিকভান্ডার বড়কের এলাকা দিয়ে প্রতিনিয়ত তাদের এক সেন্ডিকেটের মাধ্যমে প্রতিদিন গরু মহিষ গাঁজা সহ বিভিন্ন মাদক পাচার করে আসছে।
Leave a Reply