বানিয়চং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে মিশুকের ধাক্কায় ইমরান মিয়া (৩০) নামে এক রাজমিস্ত্রি মারা গেছেন। তিনি উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত মিয়াখানী গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে। গত সোমবার রাত ৯টায় বাড়ির অদূরেই এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সড়ক দিয়ে যাচ্ছিলেন ইমরান মিয়া। পেছন দিক থেকে বেপরোয়া মিশুক এসে সরাসরি তাকে ধাক্কা দেয় তাকে। এতে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ইমরান মিয়াকে মৃত ঘোষণা করেন। তার অবুঝ ৩টি সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বার বার মূর্ছা যাচ্ছিলেন স্ত্রী। মিশুক চালক হচ্ছেন প্রথমরেখ গ্রামের মৃত সাজিদ উল্লাহর ছেলে জুয়েল মিয়া (৩২)। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন ওসি (তদন্ত) আব্দুর রহিম।
Leave a Reply