আব্দুল মালেক, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ১০৭টি মণ্ডপে সার্বজনীন শ্রীশ্রী দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজাকে নির্ভিঘ্ন করতে ব্যাপক প্র¯‘তি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে অনুষ্ঠিত হবে বিশেষ আইন শৃঙ্খলা সভা।
সূত্রে জানা যায়, এ বছর ১০৫টি পূজা মণ্ডপে সার্বজনীন শ্রীশ্রী দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তন্মধ্যে ব্যক্তিগতভাবে ২টিসহ মোট ১০৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। ৯ অক্টোবর ষষ্ঠীর মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ১০ অক্টোবর দেবীর সপ্তমীবিহিত পূজার সূচনা হবে। ১৩ অক্টোবর প্রতীমা বিসর্জনের মধ্যে দিয়ে শ্রীশ্রী দুর্গাপূজার সমাপ্তি হবে। মণ্ডপে মণ্ডপে প্রতীমা নির্মাণ কাজ অব্যাহত রয়েছে।
ইতোমধ্যে পূজাকে উৎসবমুখর ও নির্ভিঘ্ন করতে ৯টি উপজেলার নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা করেছে জেলা পূজা উদযাপন পরিষদ। সেই সাথে জেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা সভাও অনুষ্ঠিত হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং পূজা উদযাপন পরিষদ সভাপতি মধাব দেব ও সহ-সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চৌধুরী দৈনিক খোয়াইকে জানান, প্রতিবছর শ্রীশ্রী সার্বজনীন দুর্গাপূজায় উপজেলা প্রশাসনসহ সকল মহলের কাছ থেকে সহযোগিতা পেয়ে থাকি। এবছরও যথারীতি পাব।
বানিয়াচং থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম জানান, দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সভাসহ পূজা চলাকালীন সময়ে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হবে। থাকবে স্টাইকিং ফোর্স। দেওয়া হবে নিশ্চিদ্র নিরাপত্তা।
Leave a Reply