মাধবপুর প্রতিনিধি ॥ ৫০ হাজারের চেয়ে কম জনসংখ্যার পৌরসভাকে বাতিলের সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মাধবপুর পৌরসভা বাতিল হতে পারে। কমিশন মাঠ পর্যায়ে মতামত নেয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করেছে। এখন চলছে সংকলন কার্যক্রম। এরপর আরেক দফা যাচাই-বাছাই শেষে প্রতিবেদন ফেব্রুয়ারির শেষ দিকে জমা দেয়ার প্রস্তুত সংস্কারের উদ্যোগ বাস্তবায়ন হলে মাধবপুর পৌরসভা বাতিল হতে পারে। জানা গেছে, মাধবপুর পৌরসভা মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৯৮৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১০৭, আর নারী ভোটার ৭ হাজার ৮৮০ জন। ২০১১ সালের আদমশুমারী অনুসারে মাধবপুর পৌরসভার লোক সংখ্যা ২১ হাজার ৯৩০ জন। যাদের ১১ হাজার ১০৬ জন পুরুষ এবং ১০ হাজার ৮২৪ জন মহিলা।
Leave a Reply