স্টাফ রিপোর্টার ॥ অপারেশন ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগ নেতা বশির আহমেদ (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার গভীর রাতে সদর থানার ওসি আলমগীর কবিরের নেতৃত্বে একদল পুলিশ শহরের মোহনপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ও চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পেশায় শিক্ষক বশির উপজেলার আদমপুর গ্রামের বাসিন্দা। ওসি জানান, তাকে শহরের ৯ জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ নম্বর মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। প্রয়োজনে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
Leave a Reply