নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাট আইডিয়াল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বেলা ১১ টায় প্রতিষ্ঠান প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি কাজী আব্দুল মোছব্বির,মোঃ জাহিদুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর ও হবিগঞ্জ-৪(চুনারুঘাট-মাধবপুর) নির্বাচনী এলাকার জামায়াত ইসলামীর একক প্রার্থী মাওলানা কাজী মুখলিছুর রহমান। জেলা জামায়াত আমীর বলেন,দেশ গড়তে আদর্শ শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নেই। শিক্ষা-ই জাতির মেরুদন্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। যে শিক্ষায় শিক্ষিত হলে সমাজ ও দেশের সুদ,ঘুষ,ধর্ষন,ব্যভিচার, অন্যায়-অত্যাচার,জুলুম নির্যাতন দূর হবে । আমরা সে সকল শিক্ষা ব্যবস্থা চাই। আমরা নবী(সঃ) এর আদর্শে জীবন গড়তে চাই। এই দেশে আল্লাহর আইন চাই,সৎ লোকের শাসন চাই। একজন আদর্শ শিক্ষার্থী হতে হলে সুশিক্ষার কোন বিকল্প নেই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জগদীশ দাশ তালুকদার,ডিসিপি হাই স্কুলের সহকারী শিক্ষক ইমদাদুল হক চৌধুরী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ,ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply