বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০২:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নবীগঞ্জে লটারির মাধ্যমে ১৩ ইউনিয়নে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ লাখাইয়ে পুলিশ দেখে ভয়ে পালাতে গিয়ে যুবলীগ নেতার মৃত্যু হবিগঞ্জে ২২ বছর পর হত্যা চেষ্টা মামলার রায়ে ৮ জনই খালাস ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে হবিগঞ্জের ৩ যুবক আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে গাঁজাসহ কারবারি গ্রেফতার মৌলভীবাজার সদর হাসপাতালে দুদকের হবিগঞ্জ উপ-পরিচালকসহ ৩ সদস্যের অভিযান লাখাইয়ে পার্টানার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে ভারতীয় গরু অনুপ্রবেশ নিয়ে শঙ্কায় খামারিরা মাধবপুরে দুনীর্তি প্রতিরোধ কমিটির বির্তক প্রতিযোগিতা বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আনসার সদস্যদের কাজ করার আহব্বান-জিয়াউল হাসান

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আনসার সদস্যদের কাজ করার আহব্বান-জিয়াউল হাসান

নিজস্ব প্রতিনিধি ॥ আনসার বাহিনী প্রতিষ্ঠা লগ্ন থেকেই আর্ত মানবতার সেবায় কাজ করে আসছে। দেশের যে কোন দুঃসময়ে জনগণের পাশে থেকেছে এই বাহিনী। তাই এরই ধরাবাহিকতায় আগামী দিনগুলোতেও দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সকল আনসার সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে হবিগঞ্জ জেলা আনসার সমাবেশে এ বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মো. জিয়াউল হাসান বিভিএমএম, পিএএমএস। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে চুরি ডাকাতি ছিনতাইসহ নানা অপরাধ কর্মকান্ড বেড়ে গেছে। তাই এসব বন্ধে তৎপর থাকতে হবে আনসার সদস্যদের। যে কোন অপরাধ সংগঠিত হওয়ার পুর্বেই খবর দিতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। এছাড়াও আনসার সদস্যরা নিজ নিজদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজের অসহায় মানুষদেরকেও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে উদ্বুদ্ধ করবে। একই সাথে নিজেদের মনুষত্ব্যবোধ জাগ্রত রাখার পাশাপাশি সদা সত্য কথা বলতে হবে। জিয়াউল হাসান বলেন- আনসার সদস্যদের ছাড়া এই দেশে কোন নির্বাচন কল্পনা করা যায় না। তাই বাহিনীর সকল সদস্যদের প্রস্তুত থাকতে হবে। এর আগে জেলা পরিষদ অডিটরিয়ামের সামনে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উডিয়ে সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি। আলোচনা সভায় হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে ও জাফরিন আক্তার এবং তানজিম আহমেদের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ড হোসনে আরা হাসি। এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমেদ, সার্কেল এ্যাডজুট্যান্ট শুভাশীষ চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠান শেষে আনসার সদস্যদের মধ্যে উপহার সামাগ্রী বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com