আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার পৌর এলাকার বিআইডব্লিউ ভবনের পেছনের সরকারি খাস জমিতে থাকা পুকুরটি আগে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নিয়ন্ত্রণে ছিল। সেখানে মাছ চাষ করে সেই মাছ বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেয়া হতো। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে একদল ভূমি দখলকারী কুচক্রী মহল পুকুরটি দখলের পাঁয়তারা করে আসছিল। এ নিয়ে দুই দলের মধ্যে সংঘর্ষ হতে পারে এমন আশঙ্কায় উপজেলা প্রশাসন সরকারি খাস খতিয়ানের ভূমিটি উদ্ধার করে। সম্প্রতি আজমিরীগঞ্জ পৌর এলাকার গরুর হাট সংলগ্ন বিআইডব্লিউ ভবনের পাশের সরকারি পুকুরের একটি অংশের কচুরিপানা পরিষ্কার করে বিএনপির একটি পক্ষ। কিন্তু বিএনপির আরেকটি পক্ষ সেখানে এসে বাধা প্রদান করে। এতে করে দুই পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেন। তবে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এসে সংঘর্ষ আটকে দেন। তারা দুই পক্ষের লোকজনকে সরে যেতে বলেন। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার চলছে। স্থানীয়রা জানান, ওই পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। এ বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার আহব্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
Leave a Reply