নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে মাদ্রাসা শিক্ষকের উপরে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪ টায় শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সমাবেশ করেন শিক্ষার্থী ও এলাকাবাসী। এসময় বিক্ষুব্ধ জনতা ঢাকা সিলেট মহাসড়ক ১ ঘন্টা অবরোধ করে রাখেন। এতে উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার মধ্যে সকল আসামীর গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে, গত শনিবার দুপুরে শায়েস্তাগঞ্জ জামেয়া হুসাইনিয়া মাদ্রাসার হিফজ বিভাগের বুরহান উদ্দিন নামে এক শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষক হাজী মাওলানা সাইফুল ইসলামকে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করেছে ওই ছাত্রের অভিভাবক ও স্বজনরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ সময় আশিক মিয়া (২৩) নামে একজনকে স্থানীয় জনতা ও মাদ্রাসার শিক্ষার্থীরা আটক করে চুনারুঘাট থানায় হস্তান্তর করে। আটক আশিক মিয়া উপজেলার হোড়পাড়া গ্রামের আব্দুল মন্নানের পুত্র। এ ঘটনায় আটক একজন সহ পাঁচ জনের নাম উল্লেখ করে চুনারঘাট থানায় মামলা দায়ের করা হয়। এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুর আলম বলেন, আমাদের পুলিশ এখনো বাহিরে আছে। তারা আসামিদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। আমরা আশাবাদী খুব দ্রুত সকল আসামিকে গ্রেফতার করতে পারব।
Leave a Reply