স্টাফ রিপোর্টার ॥ গতকাল চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের ইছালিয়া ছড়া (গোবরখলা মৌজা) নামক স্থানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। যৌথ এ অভিযান পরিচালনা করেন জনাব মোহাম্মদ রবিন মিয়া, উপজেলা নির্বাহী অফিসার, চুনারুঘাট এবং মাহবুব আলম মাহবুব, সহকারী কমিশনার (ভূমি), চুনারুঘাট। অভিযান পরিচালনাকালে ইজারা বহির্ভূত স্থান হতে অবৈধভাবে মেশিন দ্বারা বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অন্তত ২০ টি মেশিন এবং আনুমানিক ৪০০০ ফুট প্লাস্টিক পাইপ বিনষ্ট ও অপসারণ করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply