স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় মিশ্র ফসলে লাভবান হওয়ায় আগ্রহী হচ্ছেন অনেক কৃষক। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্বুদ্ধকরণের মাধ্যমে উপজেলায় মিশ্র ফসলের চাষ করা হয়েছে। বাহুবল উপজেলার লামাতাউশি ইউনিয়নের দ্বিমুড়া ব্লকের চিলামী গ্রামে ২০ বিঘা জমিতে ভুট্রা,আলো ,আদা ও সিম চাষ করে ব্যাপক সারা ফেলেছেন কৃষক শাহ নেওয়াজ সহ অন্যান্য কৃষকরা। কৃষি উন্নয়ন প্রকল্প অধিদপ্তর জানায়, ৪ জাতের মিশ্র ফসলের চাষ শুরু হয়। এতে একই জমিতে ৩-৪ জাতের ফসল চাষ করায় কৃষক অনেক লাভবান হবে। আবহাওয়া ও অনুকুল পরিবেশ থাকলে আগামী বছর এ আবাদের পরিমাণ ও উৎপাদন আরোও বৃদ্ধি পাবে। কৃষক শাহ নেওয়াজ বলেন, কৃষি অফিস থেকে বিভিন্ন ধরণের বীজ এবং চারা ও সার পেয়ে তাদের পরামর্শে ৫ হাজার টাকা ব্যায় করে এ চাষ করেছি। আশা করা যাচ্ছে ২ লক্ষ টাকা বিক্রয় হবে। এ চাষে ভাল লাভবান হওয়ার সম্বাবনা দেখে এরই মধ্যে এলাকার অনেক কৃষক মিশ্র ফসল আবাদ করার জন্য আগ্রহী হয়ে উঠেছেন। উপ-সহকারি কৃষি অফিসার শামিমুল হক শামিম বলেন, কৃষকদের এই পদ্ধতিতে চাষ করার জন্য উদ্বুদ্ধকরণের মাধ্যমে এ চাষ করা হয়েছে। ৩ ফসলে ৭০ হাজার টাকা খরচ হলেও ২ থেকে আড়াই লাখ টাকা বিক্রয় করতে পারবেন কৃষকরা।
Leave a Reply