নিজস্ব প্রতিনিধি ॥ মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, ‘তরুণ-তরুণীদের সেবার মাধ্যমে সামাজিক সম্পর্ক শক্তিশালী করতে হবে। বিশ্বের তরুণ-তরুণীদের অন্যতম সর্ববৃহৎ যুব সংগঠন রোটারেক্ট ক্লাব দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে নিজেদের পরিবর্তন করার পাশাপাশি বিশ্বকে পরিবর্তন করতে ভূমিকা রাখছে। মনে রাখতে হবে বিশ্বকে পরিবর্তন করার পূর্বশর্ত নিজেদের পরিবর্তন করা। নিজ স্থান থেকে ইতিবাচক পরিবর্তন সম্পন্ন হলে পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্ব উপকৃত হবে। ৪র্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ-তরুণীরাই আমাদের একমাত্র অবলম্বন। ব্যক্তিত্ব বিকাশে তরুন-তরুণীদের মধ্যে জ্ঞান ও কর্মদক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টিতে রোটারেক্টরদের অগ্রনী ভূমিকা রাখতে হবে’। গত মঙ্গলবার রাতে শহরতলীর এক অভিজাত রিসোর্টে রোটারেক্ট ক্লাব অব হবিগঞ্জ খোয়াই’র ৯ম অভিষেক অনুষ্ঠান নেক্সাস-২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। রোটারেক্টর পিপি শাকের আমিনের সভাপতিত্বে এবং পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান ডা. জমির আলী, রোটারিয়ান এডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু, রোটারিয়ান তাহমিনা বেগম গিনি, রোটারিয়ান শাহ জোবায়ের, রোটারিয়ান শাহ মহসিন আহমেদ, রোটারিয়ান আজিজুর রহমান, রোটারিয়ান বাদল কুমার রায়, রোটারিয়ান ইঞ্জি: আলী আফজল, রোটারিয়ান এস এস আল আমিন সুমন, রোটারিয়ান সৈয়দ মহিবুল হাসান, রোটারিয়ান বেলায়েত হোসেন সেলিম, রোটারিয়ান মারুফ আহমেদ, রোটারিয়ান এডভোকেট হারুন মিয়া, রোটারেক্টর চার্টার প্রেসিডেন্ট এডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ প্রমুখ। এতে হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন ক্লাবের রোটারিয়ান ও রোটারেক্টররা উপস্থিত ছিলেন।
Leave a Reply