শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাধবপুরে ৫২ মাদক কারবারি গ্রেফতার॥ মূলহোতারা এখনো ধরা ছোঁয়ার বাইরে মাধবপুরের আজহার কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ হবিগঞ্জে সরকারী কলেজ শিক্ষকদের মতবিনিময় সভা জেলা কমিটি গঠন মাদক, বাল্য বিবাহ ও ইন্টানেটে আসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ চুনারুঘাটের মালয়েশিয়ান প্রবাসি তাহির ভবন থেকে পড়ে মৃত্যু মাধবপুরে ইউপি চেয়ারম্যান মাসুদ খান আটক মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার যথাযত দায়িত্ব সুষ্ঠ পরিবেশ নিশ্চিত ভুটানে ২৮-০ গোলের অবিশ্বাস্য জয় সাবিনা-মনিকাদের চুনারুঘাটে স্বপ্ন ভেঙ্গে চুরমার জাবেদ,ফাহিম ও শরিফুলের শ্রীমঙ্গলের আনারস যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
কোটি টাকা মূল্যের সরকারি ভূমি জবর দখলে বিস্মিত মাধবপুরবাসী

কোটি টাকা মূল্যের সরকারি ভূমি জবর দখলে বিস্মিত মাধবপুরবাসী

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা সদর বাজারে সুরক্ষিত সরকারী ভূমির জবর দখলের চেষ্টা করছে কতিপয় ব্যক্তি। উপজেলা পরিষদের কয়েক লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পাকা বাউন্ডারি ওয়াল ও গ্লীল রাতের আধারে ভেঙ্গা দিয়েছে ভূমিদস্যুরা। শুধু ওয়াল ও গ্লীল ভেঙ্গেই ক্ষান্ত হয়নি। বাউন্ডারির ভিতরে গত ২ বছর আগে রোপন করা ফুলের গাছগুলোও কেটে দিয়েছে। এ নিয়ে স্থানীয় সচেতন মহলে চলছে সমালোচনা। জানা গেছে, প্রায় ২ বছর আগে মাধবপুর বাজারের প্রবেশ মুখে ২ শতাংশ ভূমি শামসু নামে জনৈক ব্যক্তি মিথ্যা তথ্য উপস্থাপন করে বন্দোবস্ত আনে। সেই ভূমিটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় উপজেলা প্রশাসনের অর্থায়নে কয়েক লাখ টাকা ব্যয় করে বাউন্ডারি ওয়াল, লোহার গ্লীল দিয়ে সৌন্দর্য বর্ধন করেছিলেন। তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন ওই জায়গায় কিছু দুর্লভ ফুলের গাছ ও ঘাস রোপন করেছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা বাউন্ডারি ওয়ালটি ভেঙ্গে ফেলে ও লোহার গ্লীল গুলোও নিয়ে যায়। ওই ভূমিতে ভ্যানে নির্মিত ৪টি টং দোকান স্থাপন করে। এই টং দোকানগুলোর মালিকানা চিহ্নিত করা হয়নি। ধারণা করা হচ্ছে ওই দোকানের মালিকরা এই ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত থাকতে পারে। উপজেলা পরিষদ থেকে ১শ গজ ও থানা থেকে ৩শ গজ দূরত্বে সরকারি বাউন্ডারি ভেঙ্গে ভূমিদস্যুদের জবরদখল বিস্মিত করেছে মাধবপুরবাসীকে। প্রশ্ন দেখা দিয়েছে প্রশাসনের ভূমিকা নিয়ে। গত ৫ আগস্টের পর থেকে মাধবপুরে একটি চক্র সরকারি ভূমি, সনাতন সম্প্রদায়ের ভূমি জবর দখলে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেয়ার দাবী মাধবপুরের শান্তিপ্রিয় জনগণের। এ ব্যাপারে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহেদ বিন কাশেম জানান, বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ফেলার খবর তিনি পেয়েছেন। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com