সোমবার, ১৯ মে ২০২৫, ০৪:২২ অপরাহ্ন

গ্রাহকদের জুতা খুলে প্রবেশ করতে হয় মনতলা জনতা ব্যাংক শাখায়

গ্রাহকদের জুতা খুলে প্রবেশ করতে হয় মনতলা জনতা ব্যাংক শাখায়

মাধবপুর প্রতিনিধি ॥ জুতা না খুলে প্রবেশ করা যায় না জনতা ব্যাংকের একটি শাখায়।এমনই চিত্র দেখা গেল মাধবপুর উপজেলার জনতা ব্যাংকের মনতলা শাখায়।তবে ওই শাখার কর্মরত ব্যাংক কর্মকর্তা কিংবা এলাকার প্রভাবশালী গ্রাহকদের ক্ষেত্রে জুতা খুলে প্রবেশ করার নিয়ম মানা হয় না।তারা ব্যাংকের ভিতরে জুতা না খুলেই প্রবেশ করেন। সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে জুতা খুলে প্রবেশ করতে হয়। এই নিয়ম না মানলে ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য ব্যাংকের শাখার ভেতরে প্রবেশ করতে দেন না। প্রায় ৬ মাস ধরে এমনই এক অদ্ভুত নিয়মের চর্চা হচ্ছে জনতা ব্যাংকের ওই শাখাটিতে। সরেজনিনে দেখা যায়,দুইজন তৃতীয় লিঙ্গের গ্রাহককে জোর করে জুতা খুলতে বাধ্য করছে নিরাপত্তা সদস্য।এ নিয়ে শাখা ব্যবস্থাপকের কাছে অভিযোগ দিলেও তিনি বিষয়টি এড়িয়ে যান। সরকার মালিকানাধীন ব্যাংকে এই ধরনের নিয়ম সম্পূর্ণ বিধিবহির্ভূত বলছেন সংশ্লিষ্ট মহল। স্থানীয় তারেকুর রহমান নামে ওই ব্যাংকের এক সেবা গ্রহীতা জানান, জুতা খুলে কোন ব্যাংকে ঢুকতে হয়, এমন ব্যাংক আমার আমি জীবনে দেখিনি। এর মাধ্যমে সাধারণ মানুষকে অপমান করা হচ্ছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে ওই শাখার ব্যবস্থাপক আশুজিৎ রায় জানান,তারা কাউকে জুতা খুলতে বাধ্য করেন না। মূলত ব্যাংকের পরিষ্কার-পরিচ্ছন্নতা বাজায় রাখতে এই নিয়ম চালু করা হয়েছে। অনেকেই খুশি মনে এই নিয়ম মানছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com