স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের নুরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত দুই চাচাতো ভাই শাহ আলম (২৫) মোঃ তানভীর সুয়েম (২৬) এর দাফন সম্পন্ন হয়েছে। তবে এ রিপোর্ট লেখাকালে ঘাতক ট্রাক সনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ। এরকম প্রায়ই দূর্ঘটনা ঘটে। কিন্তুু পুলিশ কোনো ট্রাককে আটক করতে পারে না। এতে করে দূর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। অনেকেই অভিযোগ করছেন ট্রাক চালকরা নেশাগ্রস্ত অবস্থায় চালানোর ফলে এরকম দূর্ঘটনা ঘটছে। এদিকে তাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। এমনকি নিহত শাহ আলমের নিজ বাড়ি ও তার শশুর বাড়ি পশ্চিম মাধবপুরে শোকের ছায়া নেমে এসেছে। আজ শুক্রবার ওই গ্রামের আবুল কাসেমের কন্যা তাহিয়া ইসলাম নোহার সাথে শাহ আলমের বিয়ের দিন ছিলো। শনিবার বৌভাতও হবার কথা ছিলো। বিয়ের আগে কনের বাড়ি থেকে দেয়া মোটর সাইকেলযোগে বিয়ের বাজার করে বাড়ি ফিরে আসার সময় অজ্ঞাত ট্রাক চাপায় তারা মারা যায়। ঘটনার পরই হাইওয়ে পুলিশ বিয়েতে পাওয়া দুমড়ে মুচড়ে যাওয়া মোটর সাইকেল তাদের হেফাজতে নেয় এবং লাশ মর্গে প্রেরণ করে। তবে কোনো অভিযোগ না থাকায় অনুমতি সাপেক্ষে লাশ নিয়ে যাওয়া হয় এবং গতকাল বৃহস্পতিবার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শাহ আলম ব্রাহ্মণডোরা গ্রামের জাবেদ আলীর পুত্র ও তানভীর সুয়েম একই গ্রামের রেনু মিয়ার পুত্র। তানভীর প্রাণ কোম্পানীতে অপারেটর হিসেবে কাজ করতেন আর শাহ আলম ওমান প্রবাসী ছিলেন। হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, দূর্ঘটনার পরই ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ট্রাকের চালককে ধরতে অভিযান অব্যাহত আছে।
Leave a Reply