নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা মহিলা জামায়াতের সভানেত্রী মিনারা বেগম (৩৫) কে হত্যার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও ঘাটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানাজার নামাজে জামায়াত ও বিএনপির নেতৃবৃন্দ জড়িতদের গ্রেফতার করতে পুলিশকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) জানাজা নামাজের সময় এ আল্টিমেটাম দেন তারা।
এছাড়া, মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করবেন বলে হুশিয়ারী দেন এবং সোমবার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনের ডাক দিয়েছেন। নিহত নারী নেত্রী উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী শ্রমিক কল্যাণ ফেডারশনের সভাপতি আব্দুল আহাদ ইবনে আব্দুল মালেকের স্ত্রী। তিনি মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, এখনো কোন অভিযোগ পাইনি, তবুও আমাদের কয়েকটি টিম মাঠে কাজ করছে। অভিযোগ পেলে দ্রুত কিছু করা সম্ভব। বাহুবল উপজেলা জামায়াতের সেক্রেটারী হাবিবুর রহমান বলেন, ফ্যাসিস্ট সরকারের পুলিশ আসামী গ্রেফতার করতে পারছেনা, এসপির বক্তব্য আমাদের হতাশ করেছে, হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানানো হয়েছে।
Leave a Reply