বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুমেদপুর গ্রামের বাসিন্দা মরহুম শাহ মাহবুবুর রহমান শফিকের বাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা মোবাইল ফোন,নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ভুক্তভোগী সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ১০/১২ জনের মুখোশপড়া সংঘবদ্ধ একদল ডাকাত পুটিজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শাহ মাহবুবুর রহমান শরিফ এর ছোট ভাই মরহুম শাহ হাবিবুর রহমান রফির বাড়ির বসতঘরের কলাপসেবোল গেটের তালা ভেঙে ও ঘরের মূল দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে।
শাহ রফির পুত্র গৃহকর্তা শাহ ছামাদুর রহমান নাদের,তার ছোট ভাই শাহ শওকতুর রহমান রায়হান এবং তাদের পরিবারের ২ জন মহিলাকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা,চোখ মুখ বেঁধে ৬ টি মোবাইল ফোন, নগদ টাকা,স্বর্ণালংকার সহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে। ডাকাতরা প্রায় ১ ঘন্টা সময় বাসার ভিতরে অবস্থান করে আসবাবপত্র তছনছ ও ঘরে রক্ষিত মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। সকালে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
Leave a Reply