বিজয় ডেস্ক ॥ ঢাকার আবহাওয়ার খবর বলছে, কয়েক দিনে গরম আরও বাড়বে। আর অন্যদিকে মেঘালয়ের শিলংয়ে ঠান্ডায় জবুথবু অবস্থা। ঠান্ডার প্রকোপ বাড়ছে। শিলংয়ের মানুষ বলছে এটা নাকি কিছুই না। সবার গায়ে গরম কাপড়। তারপরও তাদের মধ্যে ঠান্ডা নিয়ে কথা নেই। শিলংয়ে সকালে কড়া রোদ, দুপুর না গড়াতেই আবহাওয়া বদলে যেতে থাকে। শুরু হয় কনকনে ঠান্ডা। দুপুরেই শুরু হয় বৃষ্টি। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে বৃষ্টির পানি ছিল বরফের মতো। কলকাতা থেকে সাংবাদিকরা বিমানে আসছিলেন শিলংয়ে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেই বিমান নামতে পারেনি। ফিরে গেছে মেঘালয়ে। সেখান থেকে ভারতীয় সংবাদমাধ্যম সড়ক পথে শিলং পৌছায়। আগামীকাল জওহরলাল নেহেরু স্পোর্টস কমপ্লেকসের মূল মাঠে এশিয়ান কাপের বাছাইয়ে গ্রুপ পর্বে ভারত-বাংলাদেশ ম্যাচ। তখনো কি এমন আবহাওয়া থাকবে? প্রশ্ন ছিল মেঘালয় ফুটবল অ্যাসোসিয়েশনের একজন সহ সভাপতির কাছে। তিনি মতামত দিলেন দুদিনে ঠিক হয়ে যাবে। বিকালে বৃষ্টি কিছুটা থেমে গেলে মেঘলা আকাশ মাথায় নিয়ে কনকনে ঠান্ডার মধ্যে অনুশীলনে নামে বাংলাদেশ দল। গতকালও সারাদিন মাঠ পাওয়া নিয়ে ঝামেলা গেছে ফুটবল দলের। ঝামেলা ভুলে নজর ম্যাচের দিকে। ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের হার খুব কম। ৩১ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় দুটো। শেষ কবে জিতেছে বাংলাদেশ সেটা মনে করতে কষ্ট হয়। ২০১৯ সালে অক্টোবরে কলকাতায় বাংলাদেশ-ভারত মুখোমুখি হয়েছিল। সেবার জিততে জিততে ড্র হয়েছিল। গোল করেও গোল রাখতে পারেনি। তপু বর্মনরা চাইছেন ম্যাচ জিততে। গোল করতে হবে এবং গোল খাওয়া যাবে না। ভারতের বিপক্ষে বাংলাদেশের এবারের ম্যাচটা অন্য রকম। এবারের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। ইংলিশ ফুটবল লিগের হামজা চৌধুরী বাংলাদেশ দলে যোগ দেয়ায় দলের তপু, রহমত মিয়া, সাদ উদ্দিন, তারিক কাজীরা যেন বাড়তি প্রেরণা পাচ্ছেন। তাদের সঙ্গে হাজমা চৌধুরীর রসায়নটা খুব ভালোই হয়েছে। তপুদের প্রতিদিন শেখানো হচ্ছে ভারতের আক্রমণ কীভাবে রুখতে হবে। যে কোনো ভাবেই হোক গোল হজম করা যাবে না। তারা জয়ের কোনো বিকল্প খুঁজছেন না। সুনীলদের জন্য রক্ষণে বাঁধা দিতে চান তপুরা। গতকাল বিকালে তপু সংবাদমাধ্যমকে জানালেন ভারত সব সময় শক্তিশালী। তাদের ফুটবলাররা আইএসএল খেলছে। দলের মধ্যে ইনজুরি থাকলেও যারা দলে ঢোকেন তারা কোনো অংশে কম না। ভারতের বর্তমান কোচ মানলো মার্কোজ দায়িত্ব গ্রহণের আগে ছয় ম্যাচ হেরেছিল, তিনি দায়িত্ব গ্রহণের পর চার ম্যাচ হেরেছিল। গত ১৯ মার্চ শিলংয়ে প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৩-০ তে জয় পাওয়ায় ভারতীয় দলে স্বস্তি এসেছে। কোচের মনের হতাশা কেটেছে। বাংলাদেশের ম্যাচের আগে মালদ্বীপের বিপক্ষে ভারতের জন্য টার্নিং পয়েন্ট। এটা সম্ভব হয়েছে সুনীল ফেরার পর-মনে করছেন তপু বর্মন। তিনি বলেন, ‘সুনীলের প্রতি এক্সট্রা নজর রাখতে হবে।’ বাংলাদেশ সেট পিসে গোল হজম করে। আর অন্যদিকে ভারত মালদ্বীপের বিপক্ষে সেট পিসে গোল করেছে। আগে ৪ ম্যাচে ২ গোল করলেও একটি ছিল সেট পিস থেকে। সেট পিস নিয়ে কাজ করছে বাংলাদেশ। রক্ষণ ভাগেই দায়িত্ব পড়ছে। ছয় দিন হলো হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে রয়েছেন। ঢাকায় প্রথম বারের মতো অনুশীলনের পর গেল তিন দিন শিলংয়ে দলের সঙ্গে মাঠের কম্বিনেশন মানিয়ে নিতে ঘাম ঝরাচ্ছেন। তপুদের সঙ্গে হামজা কতটা মানিয়ে নিতে পেরেছেন। তপু বলছেন, খুব মানিয়ে নিয়েছেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। হামজা কীভাবে খেলে তার কাছ থেকে অনেক জানার চেষ্টা করেছেন তপুরা। সবচেয়ে বড় কথা হচ্ছে, মাঠে সেটার প্রমাণ মিলবে তপুরা কতটা এই ইংলিশ লিগে খেলা ফুটবলারের সঙ্গে মানিয়ে নিতে পেরেছেন।
Leave a Reply